জঙ্গি কার্যকলাপ নিয়ে উদ্বেগে শিলিগুড়ির বাসিন্দারা

জঙ্গি কার্যকলাপ নিয়ে উদ্বেগে শিলিগুড়ির বাসিন্দারা

জঙ্গি কার্যকলাপ নিয়ে উদ্বেগে শিলিগুড়ির বাসিন্দারাশহরে জঙ্গি কার্যকলাপ বেড়ে যাওয়ার আশঙ্কায় রয়েছেন শিলিগুড়ির বাসিন্দারা। এর আগে ওই শহর থেকে গ্রেফতার করা হয়েছে একাধিক জঙ্গি সংগঠনের সদস্যদের। এবারে ফের শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বাসিন্দাদের অভিযোগ, মহানন্দা সেতুর নিচে গড়ে ওঠা বেআইনি ঘরবাড়ি গুলি জঙ্গি কার্যকলাপের ডেরা হয়ে উঠছে।

রাজনৈতিক এবং ভৌগলিক কারণেই পৃথিবীর মানচিত্রে আলাদাভাবে গুরুত্ব রয়েছে শিলিগুড়ি শহরের। একই সঙ্গে বাংলাদেশ ও নেপাল লাগোয়া এই শহরকে বার বার ট্রানসিট রুট হিসেবে ব্যবহার করেছে দেশ বিদেশের জঙ্গি সংগঠনগুলি। জঙ্গি কার্যকলাপ নিয়ে এবারে শিলিগুড়িবাসীর মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে মহানন্দা সেতুর নিচের বিস্তীর্ণ এলাকা জুড়ে গড়ে ওঠা বেআইনি ঘরবাড়ি।

শুধু সাধারণ মানুষই নয় মহানন্দা সেতুর নিচে বেআইনি বসত গড়ে ওঠায় চিন্তিত শহরের রাজনৈতিক নেতারাও। এজন্য ভোট রাজনীতিকেই দায়ী করছেন তাঁরা। তবে সেতুর নিচে বেআইনি নির্মাণের কথা মানতে নারাজ এলাকার কাউন্সিলর।

উত্তরপূর্বের একাধিক জঙ্গি গোষ্ঠী এমনকী নেপালের মাওবাদীরাও এক সময় শিলিগুড়ি থেকে ধরা পড়েছে। এবারে শহরের লাইফলাইন মহানন্দা সেতুর নিচেই জঙ্গি কার্যকলাপ নিয়ে উদ্বেগে শিলিগুড়ির বাসিন্দারা। প্রশাসন অবিলম্বে ব্যবস্থা না নিলে যে কোনও দিন বড়সর ঘটনা ঘটে যেতে পারে বলে করছেন তারা।

First Published: Friday, February 3, 2012, 11:29


comments powered by Disqus