Last Updated: Friday, February 3, 2012, 11:29
শহরে জঙ্গি কার্যকলাপ বেড়ে যাওয়ার আশঙ্কায় রয়েছেন শিলিগুড়ির বাসিন্দারা। এর আগে ওই শহর থেকে গ্রেফতার করা হয়েছে একাধিক জঙ্গি সংগঠনের সদস্যদের। এবারে ফের শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বাসিন্দাদের অভিযোগ, মহানন্দা সেতুর নিচে গড়ে ওঠা বেআইনি ঘরবাড়ি গুলি জঙ্গি কার্যকলাপের ডেরা হয়ে উঠছে।