Last Updated: March 18, 2013 14:40

সোমবার পাকিস্তানের পেশোয়ারের একটি আদালত চত্বরে হামলা চালাল দুই আত্মঘাতী সন্ত্রাসবাদী। এই ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, আদালতের বাইরে এক জঙ্গি নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দেয়। অন্য জঙ্গি আদালতের ভিতরে ঢুকে আটক জঙ্গিদের জেলে গিয়ে ধাক্কা মারে। বিস্ফোরণে কেঁপে ওঠে আদালত চত্বর। নিমেষে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। নিরাপত্তা রক্ষীদের গুলিতে মৃত্যু হয় তার।
তবে এই ঘোটনার পেছনে কারা রয়েছে তা জানা যায়নি। আদালতের আশেপাশের রাস্তা সিল করে দিয়েছে পুলিস।
First Published: Monday, March 18, 2013, 14:40