Last Updated: September 7, 2013 17:34

ডাল লেকে সুরের সফরের পথ মসৃণ হল না। দক্ষিণ কাশ্মীরে পুলিসের গুলিতে প্রাণ হারালেন ৪ জন। পুলিসের দাবি, সিআরপিএফ পোস্টে আচমকা হামলা চালায় জঙ্গিরা। তারপরই পাল্টা গুলি চালানো হয়। গুলি বিনিময়ের সময় ৪ জন প্রাণ হারান। যাদের মধ্যে আছেন দুই সিআরপিএফ জওয়ান। ঘটনাস্থল থেকে দুটি পোস্টার উদ্ধার করেছে পুলিস। যদিও ঘটনায় সাধারণ নাগরিকের মৃত্যুর জন্য পুলিসের অভিসন্ধিকেই দায়ী করছে কাশ্মীরের আমজনতা। ঘটনার পরেই শোপেনে রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় মানুষ। জওয়ানদের সঙ্গে তাঁদের খণ্ডযুদ্ধ বেঁধে যায়। বিক্ষোভ চলে ডেপুটি কমিশনারের কার্যালয়ের সামনে।
বিক্ষোভ সামাল দিতে লাঠিচার্জ করা হয়। পুলিসের এক আধিকারিক বলেন, "শোপেনে আমরা কারফিউ জারি করার চেষ্টা করছি।" কিন্তু উত্তেজিত জনতার প্রতিবাদের সামনে নাস্তানাবুত হতে হচ্ছে প্রশাসনকে।
আজ সন্ধে ৫টায় শ্রীনগরে যুবিনের মিউজিক কনসার্ট। উপস্থিত থাকবেন ১৫০০ দর্শক। যার মধ্যে অধিকাংশই ভিভিআইপি। ভূস্বর্গের কিছু বিচ্ছিন্নতাবাদী সংগঠন যুবিনের কনসার্ট বয়কট করেছে। সুর আর সন্ত্রাসের লড়াই ঘিরে কার্যত বনধের চেহারা নিয়েছে উপত্যাকা।
First Published: Saturday, September 7, 2013, 17:34