রক্ষকই ভক্ষক, প্রতারণার অভিযোগ বেহালা থানার এসআইএর বিরুদ্ধে

রক্ষকই ভক্ষক, প্রতারণার অভিযোগ বেহালা থানার এসআইএর বিরুদ্ধে

রক্ষকই ভক্ষক, প্রতারণার অভিযোগ বেহালা থানার এসআইএর বিরুদ্ধেযে রক্ষক সেই ভক্ষক। পুলিসের কাছেই ধোঁকা। চাকরির পাওয়ার আশায় আগেই খুইয়েছেন আশি হাজার টাকা।থানায় অভিযোগ জানাতে গিয়ে ফের প্রতারণার শিকার। এবার পড়লেন পুলিসের খপ্পরে। কাঠগড়ায় উঠেছে বেহালা থানার এসআই রাজু দেবনাথের নাম। তাঁর বিরুদ্ধে অভিযোগ, প্রতারণাকারীর থেকে আশি হাজার টাকা উদ্ধার করে তিনি নিজেই সেটি আত্মসাত করেছেন। এরওপর অভিযোগকারীর থেকে তুলেছেন তদন্ত চালানোর হাতখরচ।

সবমিলিয়ে প্রায় একলক্ষ টাকা ওই পুলিস কর্তা গায়েব করে দিয়েছেন বলে অভিযোগ এনেছেন পূর্ব মেদিনীপুরের আশিস ঘোড়ুই। অভিযোগকারী জানিয়েছেন মাসখানেক ধরেই পাওনা টাকার জন্য হন্য ঘুরছেন তিনি। বেহালা থানায় একাধিকবার দরবার করেও ফল মেলেনি।

First Published: Monday, June 2, 2014, 18:36


comments powered by Disqus