Last Updated: Monday, June 2, 2014, 18:36
যে রক্ষক সেই ভক্ষক। পুলিসের কাছেই ধোঁকা। চাকরির পাওয়ার আশায় আগেই খুইয়েছেন আশি হাজার টাকা।থানায় অভিযোগ জানাতে গিয়ে ফের প্রতারণার শিকার। এবার পড়লেন পুলিসের খপ্পরে। কাঠগড়ায় উঠেছে বেহালা থানার এসআই রাজু দেবনাথের নাম। তাঁর বিরুদ্ধে অভিযোগ, প্রতারণাকারীর থেকে আশি হাজার টাকা উদ্ধার করে তিনি নিজেই সেটি আত্মসাত করেছেন। এরওপর অভিযোগকারীর থেকে তুলেছেন তদন্ত চালানোর হাতখরচ।