আসারাম বাপুর বিরুদ্ধে ফের ধর্ষণের অভিযোগ, কাঠগড়ায় `গডম্যানের` ছেলেও

আসারাম বাপুর বিরুদ্ধে ফের ধর্ষণের অভিযোগ, কাঠগড়ায় `গডম্যানের` ছেলেও

Tag:  Asaram Bapu Rape
আসারাম বাপুর বিরুদ্ধে ফের ধর্ষণের অভিযোগ, কাঠগড়ায় `গডম্যানের` ছেলেওআরও বিপাকে আসারাম বাপু। ফের তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। অভিযোগ, তাঁর ছেলে নারায়ণ সাইয়ের বিরুদ্ধেও। সুরাতে পুলিসের কাছে তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন দুই বোন।

বড় বোনের অভিযোগ, আমেদাবাদের আশ্রমে তাঁকে ধর্ষণ করেছিলেন আসারাম বাপু। দুহাজার দুইয়ে সুরাতে আসারামের ছেলে নারায়ণ সাই তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ জানিয়েছেন ছোট বোন। নারায়ণ সাইকে জিজ্ঞাসাবাদ করছে পুলিস।

এর আগেও এক বিবাহিতা মহিলাকে শারীরিক নিগ্রহের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। ষোলো বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় দোসরা সেপ্টেম্বর থেকে যোধপুর সেন্ট্রাল জেলে রয়েছেন আসারাম।   






First Published: Sunday, October 6, 2013, 14:11


comments powered by Disqus