তারকা থেকে প্রার্থী, কীভাবে হলেন এঁরা? পড়ুন সেই গল্পোই

তারকা থেকে প্রার্থী, কীভাবে হলেন এঁরা? পড়ুন সেই গল্পোই

তারকা থেকে প্রার্থী, কীভাবে হলেন এঁরা? পড়ুন সেই গল্পোই অভিনেতা থেকে নেতা হয়ে গেলেন দেব। মুনমুন সেন, সন্ধ্যা রায়-রাও `অভি` খুইয়ে শুধুই নেত্রী। তৃণমূলের প্রার্থী তালিকায় তারকা সমাবেশ। কিন্তু, কীভাবে তৃণমূলের তালিকায় জায়গা করে নিলেন তাঁরা? সব জায়গায় এটাই এখন মুখ্য আলোচনা।

দেব- শহিদ দিবসে পাগলু ডান্স। হাততালি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। সেদিনই বোধহয় ঠিক হয়ে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকসভা ভোটের প্রার্থীতালিকার একটি নাম। অভিনেতা দেব এখন শুধুই নেতা।

ইন্দ্রনীল সেন- গায়ক ইন্দ্রনীল সেনের অবস্থানটা অবশ্য একটু ভিন্ন। সাধারণত অন্য দল থেকে কেউ আসলে মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁকে একটু বেশিই খাতির করেন। একসময় প্রাক্তন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ ইন্দ্রনীল সেন তৃণমূল শিবিরে পা রাখতেই দ্রুত হয়ে ওঠেন মমতা ঘনিষ্ঠ। আর সেকারণে পিছনে তাকাতে হয়নি তাঁকে।

সন্ধ্যা রায়- সন্ধ্যা রায়ের সিনেমা বরাবরই খুব পছন্দ করেন তিনি। ঘনিষ্ঠ মহলে বহুবার বলেছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর সন্ধ্যা রায়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর ব্রিগেডের মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়ার পর এক্কেবারে দশে দশ।

মুনমুন সেন- মুনমুন সেন ত্রিপুরাতে বেশ কয়েকবার কংগ্রেসের হয়ে প্রচার করেছেন। কিন্তু রাজনীতির সঙ্গে তাঁর খুব একটা যোগাযোগ কখনই ছিল না। সুচিত্রা সেন অসুস্থ হওয়ার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে মুনমুন সেনের। তারপর সটান প্রার্থী। নিশ্চিতভাবে একমাস আগেও মুনমুন জানতেন না প্রার্থী হতে হবে তাঁকে।

সৌমিত্র রায়- সৌমিত্র রায় প্রার্থী হওয়ায় অবাক নয়, বিস্মিত সকলে। এর পিছনে কি আসলে মুখ্যমন্ত্রীর ভূমি ব্যান্ড প্রীতি? উত্তরের খোঁজে মালদার তৃণমূল নেতারা। তবে, বিরোধীরা তার গান দিয়েই তাঁকে জব্দ করতে রীতিমতো প্রস্তুতিও নিয়ে ফেলেছেন।

তবে, তারকারা খুশি হলেও, দলের কর্মীরা কিন্তু রীতিমতো হতাশ।

First Published: Thursday, March 6, 2014, 23:26


comments powered by Disqus