Last Updated: Wednesday, March 19, 2014, 22:54
পুলিস যাকে পারছে তাঁকেই ক্রিমিনাল বানিয়ে দিচ্ছে। আমডাঙায় যে সন্ত্রাস চলছে তা নজিরবিহীন। টেঙাটেঙি গ্রাম ঘুরে দেখে, গ্রামবাসীদের সঙ্গে কথা বলে আজ এই অভিযোগ করেছেন ব্যারাকপুর কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুভাষিণী আলি।