রমজানের বাজারে আগুন দামে বিকোচ্ছে ফল

রমজানের বাজারে আগুন দামে বিকোচ্ছে ফল

রমজানের বাজারে আগুন দামে বিকোচ্ছে ফলশুরু হয়ে গেছে রমজান মাস। ফলের দাম আকাশ ছোঁয়ায় নতুন করে চিন্তার ভাঁজ সাধারণ মানুষের কপালে। রমজান মাসে  ফল কিনতে এসে নাভিশ্বাস উঠেছে অনেকেরই।  নিত্যপ্রয়োজনীয় জিনিষের বাজারদর নিয়ন্ত্রণে ইতিমধ্যেই সরকারি উদ্যোগে বিভিন্ন বাজারে শুরু হয়েছে নজরদারি। তবে ফলের দাম নিয়ন্ত্রণে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। অগ্নিমূল্য ফল কিনতে এখন রীতিমতো বিপাকে মধ্যবিত্ত মানুষ। আপেল, পেঁপে, কলা, খেজুর, মুসাম্বি লেবু সব ফলের দাম এখন আকাশছোঁয়া। ফলের এই ঊর্ধ্বমুখী বাজার দরে হিমশিম খাচ্ছেন ছোট-বড় ব্যবসায়ী থেকে ক্রেতা সকলেই।

বৃহস্পতিবার ফলের দাম ছিল:
 
হিমসাগর আম কেজি প্রতি ৭০ টাকা
আপেল কেজি প্রতি ২০০ টাকা
ন্যাসপাতি কেজি প্রতি ৮০ টাকা
আঙুর ২০০ টাকা
তরমুজ ৩৫ টাকা প্রতি পিস
আনারস কেজি প্রতি ৫০ টাকা
কমলালেবু ও মুসাম্বি লেবু কেজি প্রতি ১০০ টাকা
কেজি প্রতি পেঁপের দাম ৫০ থেকে ৮০ টাকা
 
লাগামছাড়া মূল্যবৃদ্ধির জন্য অসাধু দালালচক্রকেই দায়ী করছেন বিক্রেতারা। সেক্ষেত্রে সরকারি নজরদারির অভাবকেই দায়ী করেছেন তাঁরা। তবে কারণ যাই হোক না কেন, রমজান চলাকালীন ফলের এই আকাশছোঁয়া দামে রীতিমতো বিপাকে আমজনতা।  
 





First Published: Friday, August 3, 2012, 23:03


comments powered by Disqus