Last Updated: Sunday, July 29, 2012, 23:11
রাজ্য সরকারের নির্দেশে মুর্শিদাবাদে কংগ্রেস কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। জেলার পুলিস সুপার হুমায়ুন কবীরের বিরুদ্ধে রবিবার এই অভিযোগ করেছেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। অন্যদিকে এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন হুমায়ুন কবীর। তাঁর দাবি জেলার আইনশৃঙ্খলা রক্ষার জন্যই কাজ করছে পুলিস।