Last Updated: April 30, 2014 06:51
ভাঙড়ে সভা করতে গিয়ে আক্রান্ত ফুরফুরা শরীফের প্রধান পীর সাহেব ইব্রাহিম সিদ্দিকি। অভিযোগ তৃণমূল নেতা আরাবুল ইসলামের গোষ্ঠীর বিরুদ্ধে। গতকাল রাতে প্রশাসনের অনুমতি নিয়েই একটি ধর্মীয় সভা চলছিল ভাঙড়ে।
সংখ্যালঘুদের প্রতি বর্তমান রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি নিয়ে পীর সাহেব ইব্রাহিম সিদ্দিকি সমালোচনা করতেই আক্রমণ শুরু হয়।ভাঙচুর শুরু হয় বলে অভিযোগ। আটকে রাখা হয় পীর সাহেব ইব্রাহিম সিদ্দিকিকে। পরে পুলিস ঘটনাস্থলে পৌছয়।
First Published: Wednesday, April 30, 2014, 06:51