আপকে উপর গুস্সা! কং-কেজরিওয়ালের আঁতাতের দ্বিতীয় বোমা গডকরির

আপকে উপর গুস্সা! কং-কেজরিওয়ালের আঁতাতের দ্বিতীয় বোমা গডকরির

আপকে উপর গুস্সা! কং-কেজরিওয়ালের আঁতাতের দ্বিতীয় বোমা গডকরিরকংগ্রেস আর আপের গোপন আঁতাঁত নিয়ে বোমাটা ফাটিয়েছিলেন শনিবার। আর আজ বললেন, শিগগিরিই ফাঁস করে দেবেন কোথায়, কী সমঝোতা হয়েছে। নীতীন গড়করির ইটের উত্তরে পাটকেল ছুঁড়তে সময় নেয়নি আপ আর কংগ্রেসও। ডিলের ভাষাই বোঝেন নীতীন গড়করি। একই সুরে তোপ দেগেছেন কংগ্রেস আর আপ নেতারা।

কেজরিওয়ালের শপথের দিন এই বোমাটাই ফাটিয়েছিলেন নীতীন গড়করি। কিন্তু, কোথায় হয়েছে এই আঁতাঁত। কে ছিলেন মধ্যস্থতাকারী। কিছুই খোলসা করেননি তিনি। মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই গড়করির অভিযোগটা শুনেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। সঙ্গে সঙ্গেই বলেছিলেন প্রমাণ দিন বিজেপির প্রাক্তন সভাপতি। গড়করি প্রমাণ দেননি, কিন্তু সোমবার ফাটিয়েছেন দ্বিতীয় বোমাটা।

যাদের বিরুদ্ধে আঁতাঁতের অভিযোগ, তোপ দাগতে সময় নষ্ট করেনি তারা।

গড়করির অভিযোগের পর অস্বস্তি কাটাতে একসুর আপ-কংগ্রেসের। তাহলে কি ঘনিষ্ঠতা বাড়ছে দুই দলের? লোকসভা ভোটে আমেঠিতে দাঁড়ানোর কথা ঘোষণা করেই সেই সম্ভাবনার পথ অনেকটা কমিয়ে দিয়েছেন আপ নেতা কুমার বিশ্বাস। আর ওই আমেঠি থেকেই নরেন্দ্র মোদীকে দাঁড়ানোর চ্যালেঞ্জও ছুঁড়েছেন তিনি। কংগ্রেস আর বিজেপি-র থেকে সমদূরত্বের ছবিটা স্পষ্ট করতেই কি আপের এই আমেঠি স্ট্র্যাটেজি?

First Published: Monday, December 30, 2013, 18:42


comments powered by Disqus