Last Updated: Monday, December 30, 2013, 18:42
কংগ্রেস আর আপের গোপন আঁতাঁত নিয়ে বোমাটা ফাটিয়েছিলেন শনিবার। আর আজ বললেন, শিগগিরিই ফাঁস করে দেবেন কোথায়, কী সমঝোতা হয়েছে। নীতীন গড়করির ইটের উত্তরে পাটকেল ছুঁড়তে সময় নেয়নি আপ আর কংগ্রেসও। ডিলের ভাষাই বোঝেন নীতীন গড়করি। একই সুরে তোপ দেগেছেন কংগ্রেস আর আপ নেতারা।