Last Updated: June 4, 2012 15:10

শক্তিশালী লোকপাল বিল পাশ ও কালো টাকা ফেরানোর দাবিতে রামদেবের আন্দোলনে পূর্ণ সমর্থন দেবে বিজেপি। সোমবার যোগগুরুর সঙ্গে সাক্ষাতের পর এ কথা জানিয়ে দিলেন দিলেন সভাপতি নীতিন গডকড়ি। রবিবার দিল্লির সংসদ মার্গে আন্না হাজারে ও বাবা রামদেবের একদিনের প্রতীকী অনশন পর্বের পর ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী যেভাবে নাগরিক সমাজের দুর্নীতি-বিরোধী আন্দোলনকে কটাক্ষ করেছেন তারও তীব্র সমালোচনা করেন নীতিন।
গতকাল বাবা রামদেবের নিষেধ সত্ত্বেও টিম আন্নার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য অরবিন্দ কেজরিওয়াল যেভাবে অনশন-মঞ্চ থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভার কয়েকজন সদস্য-সহ মায়াবতী, লালুপ্রসাদ যাদব, মুলায়ম সিং যাদবের মতো নেতাদের নাম করে দুর্নীতির অভিযোগ তোলেন তাতে যারপরনাই অসন্তুষ্ট রামদেব শিবির। এই পরিস্থিতিতে এদিন দিল্লিতে রামদেবের মুখোমুখি হয়ে সাংবাদিকদের সামনেই নীতিন গডকড়ি যেভাবে তাঁকে প্রণাম করলেন তাতে পরিষ্কার, লোকসভা ভোটের আগে মনমোহন সরকারকে দুর্নীতি ইস্যুতে চাপে ফেলার জন্য আন্না-রামদেবদের সহযোগিতা চাইছেন ১১ নম্বর অশোক রোডের নীতি নির্ধারকরা।
এদিন গডকড়ির সঙ্গে নিভৃত আলোচনার পর মিডিয়ার মুখোমুখি হয়ে রামদেব জানান, বিদেশের ব্যাঙ্কে অবৈধভাবে সঞ্চিত কালো টাকা দেশে ফেরত আনার জন্য রাজনৈতিক ঐকমত্য গড়ে তুলতে চায় তাঁর দল। জনতা দল(ইউনাইটেড) সভাপতি শরদ যাদবের পাশাপাশি সিপিআইএম সাধারণ সম্পাদক প্রকাশ কারাট এবং সিপিআই নেতা এ বি বর্ধনের সঙ্গে সাক্ষাত্ করবেন তিনি। আগামী ১৫ জুন এ বি বর্ধন তাঁকে সাক্ষাতের সময় দিয়েছেন বলেও জানান রামদেব।
First Published: Monday, June 4, 2012, 15:10