Last Updated: Saturday, September 21, 2013, 08:07
যোগগুরু বাবা রামদেবকে লন্ডনের হিথরো এয়ারপোর্টে আটক করা হল। ব্রিটিশ কাস্টমস দফতেরর অফিসাররা রামদেবকে আটকে রেখে ৬ ঘণ্টা ধরে জেরা চালান। রামদেব যে কারণে লন্ডনে এসেছিলেন, তাতে তাঁর বিজনেস ভিসার প্রয়োজন ছিল, কিন্তু তার বদলে যোগগুরু বাবা দেখান ভিজিটার ভিসা। তাই তাঁকে আটক করে জি়জ্ঞাসাবাদ চালানো হয়। কিছু কিছু মিডিয়ায় এমনও খবর রামদেবের কাছে থাকা বেশ কিছু ওষুধ সন্দেহজনক থাকায় পরীক্ষার জন্য বাবাকে আটকে রাখা হয়।