Last Updated: July 30, 2012 15:52

ব্যাডমিন্টনের পর এবার এয়ার রাইফেল শুটিং-এও মিশ্র ফল ভারতের। ১০ মিটার এয়ার রাইফেল শুটিংয়ের ব্যক্তিগত ইভেন্টে কোয়ালিফাইং রাউন্ডে ব্যর্থ হলেন বেজিং অলিম্পিকের সোনাজয়ী অভিনব বিন্দ্রা। তবে ফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করেছেন অপর ভারতীয় প্রতিযোগী গগন নারাং।
কোয়ালিফাইং রাউন্ডে ৪৭ জন প্রতিযোগীর মধ্যে ৫৯৪ পয়েন্ট পেয়ে ষোড়শ স্থানে শেষ করেছেন অভিনব। ৫৯৮ পয়েন্টে তৃতীয় স্থানে শেষ করেন নারাং। প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছেন ইটালির নিকোলো ক্যাম্প্রিয়ানি ও রোমানিয়ার মল্ডোভন অ্যালেন জর্জ। দুজনেরই পয়েন্ট ৫৯৯। লন্ডনের স্থানীয় সময় বিকেল পৌনে ৫টা নাগাদ ফাইনাল রাউন্ডে নামছেন নারাং।
বেজিং অলিম্পিকে দেশকে প্রথম ব্যক্তিগত স্বর্ণপদক এনে দেওয়ার পর অভিনব বিন্দ্রাকে মনে করা হচ্ছিল এবারের অলিম্পিকে ভারতের পদক জয়ের অন্যতম দাবিদার। বিন্দ্রার বিদায় শুটিংয়ে এখন ভারতের একমাত্র আশা গগন নারাং।
First Published: Monday, July 30, 2012, 15:59