Last Updated: Monday, July 30, 2012, 17:23
টেমস নদীর ধারে উড়ল ভারতের জয়োধ্বজা। সৌজন্যে গগন নারাং। শুটিংয়ে পুরুষদের
১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জিতলেন ভারতীয় শুটার গগন নারাং। রুদ্ধশ্বাস
লড়াইয়ে শেষপর্যন্ত ৭০১.১ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ পদক জয় নিশ্চিত করেন
পঞ্জাবপুত্র নারাং।