পাঠানে আস্থা গম্ভীরের

পাঠানে আস্থা গম্ভীরের

পাঠানে আস্থা গম্ভীরেরইউসুফ পাঠানের ফর্মে ফেরাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল। দিল্লির বিরুদ্ধে আইপিএলে প্লেঅফ ম্যাচে পাঠান ছন্দ ফিরে পাওয়ার পর এমনই মন্তব্য করেন গৌতম গম্ভীর। তিনি বলেন পাঠান নিজের যোগ্যতা অনুযায়ী খেলতে না-পারার জন্য প্রচুর সমালোচিত হয়েছেন। এমনকী পাঠানকে বারবার প্রথম একাদশে রাখার জন্য সমলোচিত হতে হয়েছিল নাইটের অধিনায়ক গম্ভীরকেও। কিন্তু গম্ভীর এতটুকু বিচলিত হননি। তিনি পাঠানের উপর আস্থা রেখেছিলেন। আর এটা যে ভুল ছিল না প্লে-অফে দিল্লির বিরুদ্ধে তা প্রমাণ করে দেখিয়েছেন পাঠান।

পাঠানের এই ফর্মে ফেরায় খুশি নাইট রাইডার্স অধিনায়ক। গম্ভীর বলেন তার দলের কোর গ্রুপ অফ প্লেয়ার্সদের উপর তিনি সবসময় ভরসা করেন। এমনকী ঘনঘন দলের প্রথম একাদশের পরিবর্তনের পক্ষপাতীও নন তিনি। 





First Published: Thursday, May 24, 2012, 22:42


comments powered by Disqus