Last Updated: Sunday, March 31, 2013, 18:49
এবছরও আইপিএলে ওয়াংখেড়ে ব্রাত্যই রয়ে গেলেন নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানের। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েসনের যৌথ সম্পাদক নিতীন দালাল আজ জানিয়েছেন ``মুম্বই ইন্ডিয়নসের সঙ্গে আমরা গত কাল একটি চুক্তি করছি। এই চুক্তি অনুযায়ী এমসিএ-র পক্ষ থেকে নির্বাসিত কেউই মাঠে ঢুকতে পারবেন না। কোনও বিশেষ ব্যক্তির জন্য এই চুক্তি স্থির করা হয়নি।``