খোলস ছেড়ে বেরোচ্ছেন না দুজনেই, আনন্দ-কার্লসেন বিশ্বযুদ্ধের দ্বিতীয় গেমও ড্র

খোলস ছেড়ে বেরোচ্ছেন না দুজনেই, আনন্দ-কার্লসেন বিশ্বযুদ্ধের দ্বিতীয় গেমও ড্র

খোলস ছেড়ে বেরোচ্ছেন না দুজনেই, আনন্দ-কার্লসেন বিশ্বযুদ্ধের দ্বিতীয় গেমও ড্রবিশ্বনাথন আনন্দ আর ম্যাগনাস কার্লসেনের মধ্যে বিশ্বখেতাবি লড়াইয়ের দ্বিতীয় গেমও ড্র হয়ে গেল। মাত্র ২৫ চালের পর ড্র হয়ে যায় গেমটি। চেন্নাইয়ে দাবার বিশ্বখেতাবি লড়াইয়ের প্রথম গেমের মত বিশ্বনাথন আনন্দ আর ম্যাগনাস কার্লসেনের মধ্যে দ্বিতীয় গেমও দ্রুত ড্র হয়ে গেল।

প্রথম গেম ড্র হয়েছিল মাত্র ১৬ চালে। আর ২৫ চালের পর ড্র হয়ে যায় দ্বিতীয় গেমটি। তবে পার্থক্য শুধু একটা জায়গায়। প্রথম গেমে কালো ঘুঁটি নিয়েও দুরন্ত আক্রমনে কার্লসেনকে চাপে ফেলে দিয়েছিলেন আনন্দ। কিন্তু দ্বিতীয় গেমে কালো ঘুঁটি নিয়েও দুর্দান্ত ওপেনিংয়ে আনন্দকে চমকে দেন কার্লসেন।

প্রকৃতপক্ষে তাঁর সেই চমকের কোনও জবাব ছিল না আনন্দের কাছে। তাই কোনও ঝুঁকি না নিয়ে ড্রয়ের খেলাই খেলেন তিনি। ম্যাচের পর আনন্দ ড্রয়ের খেলা খেলার জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন তাঁর অনুগামীদের কাছে। এই গেমটিও ড্র হওয়ার ফলে দুজনের পয়েন্টই এখন এক।আর বাকি দশ গেমের খেলা।

First Published: Sunday, November 10, 2013, 21:00


comments powered by Disqus