Last Updated: Wednesday, May 30, 2012, 13:59
র্যাপিড চেস-এ তাঁর শ্রেষ্ঠত্ব ইতিমধ্যেই প্রতিষ্ঠিত বিশ্ব দাবা দুনিয়ায়। সেই নজির কী অক্ষুণ্ণ রাখতে পারবেন বিশ্বনাথন আনন্দ? আপাতত বিশ্বের তামাম দাবাপ্রেমীর সামনে প্রশ্ন সেটাই! ইজরায়েলি সুপার গ্র্যান্ডমাস্টার বরিস গেলফাঁর বিরুদ্ধে দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপের টাইব্রেকার-যুদ্ধে নামার আগে আনন্দের সামনে সবথেকে বড় সুবিধা প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে র্যাপিড চেস-এ তাঁর দুরন্ত ট্র্যাক রেকর্ড। সম্ভবত সবথেকে বড় দুশ্চিন্তারও!