gang-rape

গণধর্ষণ ঢাকতে ফের ফতোয়া সালিসি সভা

বীরভূমের লাভপুরের ছায়া এবার মহম্মদ বাজারে। গণধর্ষণ ঢাকতে ফের ফতোয়া সালিসি সভার। বীরভূমের মহম্মদ বাজারের চম্বুরায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে গতকাল ধর্ষণ করে গ্রামেরই কয়েকজন যুবক। গ্রামের মোড়লদের ঘটনাটি জানায় নির্যাতিতার পরিবার। বসে সালিসি সভা। অভিযুক্ত তিন যুবককে চিহ্নিতও করা হয়।

কিন্তু,নির্যাতিতার বাবা পুলিসে অভিযোগ জানানোর কথা বলতেই বেঁকে বসেন গ্রামের মোড়লরা। তাঁদের সাফ ফরমান, পুলিসের কাছে অভিযোগ জানানো যাবে না। অভিযোগ জানালে বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। যদিও, আজ সেই ফরমান উপেক্ষা করে পুলিসে কাছে অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার।

First Published: Sunday, June 1, 2014, 19:34


comments powered by Disqus