Last Updated: Sunday, June 1, 2014, 19:34
বীরভূমের লাভপুরের ছায়া এবার মহম্মদ বাজারে। গণধর্ষণ ঢাকতে ফের ফতোয়া সালিসি সভার। বীরভূমের মহম্মদ বাজারের চম্বুরায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে গতকাল ধর্ষণ করে গ্রামেরই কয়েকজন যুবক। গ্রামের মোড়লদের ঘটনাটি জানায় নির্যাতিতার পরিবার। বসে সালিসি সভা। অভিযুক্ত তিন যুবককে চিহ্নিতও করা হয়।