'গ্যাংস অফ ওয়াসিপুর' এবার লন্ডনে

'গ্যাংস অফ ওয়াসিপুর' এবার লন্ডনে

'গ্যাংস অফ ওয়াসিপুর' এবার লন্ডনেকান-এ প্রিমিয়রের পর `গ্যাংস অফ ওয়াসিপুর` এবার লন্ডন ইন্ডিয়ান ফিল্মস ফেস্টিভ্যালে। ২০ জুন থেকে শুরু হওয়া চলচ্চিত্র উত্সবে উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে অনুরাগ কাশ্যপের `রিভেঞ্জ সাগা`-`গ্যাংস অফ ওয়াসিপুর।` ফেস্টিভ্যাল চলবে ৩ জুলাই পর্যন্ত।

ভারতীয় ছবি ছাড়াও বাংলাদেশি, ইউরোপীয় এবং মার্কিন ছবিও দেখানো হবে তৃতীয় লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। `টুটিং ব্রডওয়ে অ্যান্ড অর্জুন` এবং `অ্যালিসন` নামে দুটি ছবির প্রিমিয়র হবে এই চলচ্চিত্র উত্সবে। সাউথ এশিয়ান ও ব্রিটিশ এশিয়ান পরিচালকদের পাশাপাশি কিউ, রাজন খোসা এবং সৃজিত মুখার্জির মতো নবাগত ভারতীয় পরিচালকদের ছবিকেও প্রাধান্য দেওয়া হচ্ছে লন্ডনের ভারতীয় চলচ্চিত্র উত্সবে।

তালিকায় থাকা উল্লেখযোগ্য ভারতীয় ছবিগুলি হল `গাট্টু,` `দেখ ইন্ডিয়ান সার্কাস,` `দিল্লি ইন আ ডে` এবং শাবানা আজমি অভিনীত `ডেসেন্ট অ্যারেঞ্জমেন্ট।`








First Published: Sunday, June 3, 2012, 17:06


comments powered by Disqus