Last Updated: Thursday, January 26, 2012, 13:58
কিং খানের সঙ্গে অনুরাগ কশ্যপের নতুন বন্ধুত্ব নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু করে দিয়েছে গোটা `বি-টাউন`। গতানুগতিক হিন্দি ছবির গণ্ডি পেরিয়ে অনুরাগের ছবিতে সবসময় পাওয়া গেছে এক্সপেরিমেন্ট-এর ছোঁয়া। জনপ্রিয় কমার্শিয়াল হিরোদের পরিবর্তে কাজ করেছেন অন্যধারার নায়কদের সঙ্গে। তবে কি সেই ট্রেন্ড ভেঙ্গে শাহরুখের সঙ্গে কাজ করবেন অনুরাগ!