Last Updated: February 18, 2014 14:50
গাঙ্গুলিবাগানে অটোর ধাক্কায় বৃদ্ধের মৃত্যু ঘিরে গোষ্ঠী কোন্দল শুরু হয়ে গেল তৃণমূলে। কাউন্সিলর মিতালি ব্যানার্জি ও স্থানীয় তৃণমূল নেতা বিভু নন্দীর গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত যাদবপুরের গাঙ্গুলিবাগান এলাকা। ড্যামেজ কন্ট্রোলে নেমে অটো চালককে আড়াল করলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর মিতালি ব্যানার্জি। অটো অবরোধ করায় দলের একাংশ কর্মীর বিরুদ্ধে ক্ষোভও উগরে দিলেন ।
মৃত্যুর থেকে বড় হল রাজনীতি। ফের সামনে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। সোমবার যাদবপুরের অটোর ধাক্কায় মৃত্যু হয় চিত্তরঞ্জন সাহা নামে এক বৃদ্ধের। প্রতিবাদে মঙ্গলবার তৃণমূল নেতা বিভু নন্দীর নেতৃত্বে গড়িয়া ও গোলপার্ক রুটের সমস্ত অটো বন্ধ করে দেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় বাম্পারের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অটো চলাচল বন্ধ রাখার দাবি জানান তাঁরা।
স্থানীয় তৃণমূল নেতা বিভু নন্দীর নেতৃত্বে যখন অটো অবরোধ চলছে তখন পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর মিতালি ব্যানার্জি। অটো চালকের দোষ ঢাকারও চেষ্টা করেন কাউন্সিলর। নাম না করে বিভু নন্দীর গোষ্ঠীর বিরুদ্ধেই ক্ষোভ উগরে দেন কাউন্সিলর।
কাউন্সিলরের বিরুদ্ধে পাল্টা তোপ দেগেছেন তৃণমূল নেতা বিভু নন্দী। কাউন্সিলরের নির্দেশে অবরোধ তুলে নিতে বাধ্য হন ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা। দুপুর একটার পর ফের স্বাভাবিক হয় পরিষেবা।
First Published: Tuesday, February 18, 2014, 14:53