Last Updated: Tuesday, February 18, 2014, 14:50
গাঙ্গুলিবাগানে অটোর ধাক্কায় বৃদ্ধের মৃত্যু ঘিরে গোষ্ঠী কোন্দল শুরু হয়ে গেল তৃণমূলে। কাউন্সিলর মিতালি ব্যানার্জি ও স্থানীয় তৃণমূল নেতা বিভু নন্দীর গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত যাদবপুরের গাঙ্গুলিবাগান এলাকা। ড্যামেজ কন্ট্রোলে নেমে অটো চালককে আড়াল করলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর মিতালি ব্যানার্জি। অটো অবরোধ করায় দলের একাংশ কর্মীর বিরুদ্ধে ক্ষোভও উগরে দিলেন ।