Last Updated: October 14, 2011 18:19

দূষণ কমাতে রাস্তায় নামানো হয়েছিল গ্যাস চালিত অটো। কিন্তু গ্যাস রিফিলিং সেন্টারের অভাবে এখন সমস্যায় পড়েছেন অটো চালকেরা। কলকাতা শহরে অটো চলে প্রায় ষোলো হাজার। আর গ্যাস রিফিলিং সেন্টারের সংখ্যা সাতাশটি। ফলে দীর্ঘ লাইনে জেরবার অটো চালকেরা। এই অবস্থা থেকে মুক্তি পেতে রিফিলিং সেন্টার বাড়ানোর দাবি তুললেন অটো চালকেরা।
First Published: Friday, October 14, 2011, 18:19