Last Updated: Thursday, March 21, 2013, 17:44
অটো চালককে মারধরের অভিযোগ উঠল অ্যাসিস্ট্যান্ট পুলিস কমিশনারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে লেকটাউন মোড়ে। চিকিত্সার জন্য আহত অটো চালককে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর দীর্ঘক্ষণ লেকটাউন মোড় অবরোধ করেন অটোচালকরা। অবিলম্বে দোষী পুলিস কমিশনারের শাস্তির ব্যবস্থা না করা হলে লেকটাউন উ