Last Updated: September 1, 2012 22:40

ওর যে এবার বয়স হয়েছে সেটা বোঝা যাচ্ছে ওর আউট হওয়ার ধরন দেখে। বারবার বোল্ড হওয়াটাই তার বড় প্রমাণ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজেই পরপর দুবার বোল্ড মাস্টার ব্লাস্টার সম্পর্কে এমনটাই মূল্যায়ন সুনীল গাভাসকরের ৷ শনিবার ব্রেসওয়েলের বিরুদ্ধে শচীন আউট হলেন ব্যাট আর প্যাডের মাঝে ফাঁক থাকায়৷
আর তাই নিয়েই শচীনকে খোঁচা মারলেন সানি। বয়সের ভারে ফুটওয়ার্ক খারাপ হওয়াতেই এমনটা হচ্ছে শচীনের ৷ এমনটাই মনে করেন গাভাসকর। বয়সের সঙ্গে পা ঠিক জায়গায় পৌছচ্ছে না বলে শচীন ক্লিন বোল্ড হচ্ছেন বলে গাভাসকর জানিয়েছেন।
রাহুল দ্রাবিড়ের কেরিয়ারের শেষদিকের এমন হয়েছিল যা খুবই চিন্তার বিষয় বলে জানালেন সানি৷ সানির এ হেন মন্তব্যের পর ক্রিকেটমহলে ফিসফাস দ্রাবিড়, শচীনের পর এবার কি তাহলে মাস্টার ব্লাস্টার অবসরের গ্রহে ঢুকতে চলেছেন?
First Published: Saturday, September 1, 2012, 22:40