Last Updated: Sunday, November 17, 2013, 17:54
`সচিন তেন্ডুলকর শুধু ভারতরত্ন নন, ও আসলে বিশ্বরত্ন`। এমন কথাই বললেন কিংবদন্তি সুনীল গাভাসকর। গাভাসকর এক বেসরকারি টেলিভিশন সাক্ষাত্করে বলেছেন, শুধু ভারত নন সচিনের ব্যাপ্তি গোটা বিশ্বে। শুধু ক্রিকেট খেলিয়ে দেশগুলোতে নয়, সচিনকে নিয়ে উচ্ছ্বাস, মাতামাতি রয়েছে গোটা বিশ্বে।