Last Updated: May 31, 2012 12:43

অবসরের আগেও তাঁকে নতুন অস্বস্তিতে ফেলেছেন প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি। ১৯৫০ সালের সেনা আইন লঙ্ঘনের অভিযোগে বিদায়ী সেনাপ্রধানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে। পাশপাশি জেনারেল বিজয়কুমার সিংয়ের আনা টাট্রা ঘুষকাণ্ড সম্পর্কিত অভিযোগে প্রাক্তন লেফটন্যান্ট জেনারেল তেজিন্দর সিংয়ের মানহানি হয়েছে কিনা, তাও খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। তাঁর উত্তরসূরি হিসেবে কেন্দ্রীয় সরকার যাঁকে মনোনীত করেছে, সেই লেফটেন্যান্ট জেনারেল বিক্রম সিংয়ের সঙ্গেও জেনারেল ভি কে সিংয়ের সম্পর্ক যথেষ্টই `মধুর`। বিদায়বেলায় কিন্তু সেই সব তিক্ততার আবহকে এক লহমায় দূরে ঠেলে দিলেন ভি কে সিং। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে অবসর নেওয়ার সময় নবনিযুক্ত সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল বিক্রম সিংয়ের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করার জন্য ভারতীয় সেনাবাহিনীর অফিসারদের কাছে আবেদন জানালেন তিনি।
২০১০ সালের ৩১ মার্চ ভারতীয় সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন রাজপুতানা রেজিমেন্টের কুশলী কম্যান্ডো অফিসার ভি কে সিং। ২৬ মাসের কার্যকালে বরাবরই নানা বিতর্ক তাড়া করেছে তাঁকে। কখনও নিজের বয়স বিতর্ককে অবাঞ্ছিতভাবে টেনে নিয়ে গিয়েছেন সুপ্রিম কোর্টের চৌহদ্দিতে, কখনও অধস্তন সেনা অফিসারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্ত চেয়ে বিপাকে ফেলেছেন কেন্দ্রকে, কখনও বা সেনার অস্ত্রসম্ভারের `দৈনদশা` নিয়ে প্রধানমন্ত্রীকে লেখা তাঁর চিঠি ফাঁস হওয়াকে নিয়ে প্রকাশ্যে দুষেছেন প্রতিরক্ষা মন্ত্রকের আমলাতন্ত্রকে। এদিন সকালে ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতিতে শ্রদ্ধার্ঘ্য জানানোর পর সাউথ ব্লকে সেনা সদর কার্যালয়ের সামনে আনুষ্ঠানিক `গার্ড অফ অনার` নেওয়ার মাধ্যমে অবসর নেওয়ার পর অবশ্য নতুন করে আর কোনও বিতর্কিত মন্তব্য করলেন না জেনারেল বিজয়কুমার সিং। ইস্টার্ন কম্যান্ডের জিওজি-ইনসি হিসেবে কর্মরত শিখ রেজিমেন্টের অফিসার বিক্রম সিংয়ের হাতে সেনাপ্রধানের প্রতীকী তরবারি তুলে দিয়ে ইতি টানলেন নিজের চার দশকের বর্ণময় সেনাজীবনে।
First Published: Thursday, May 31, 2012, 12:43