Last Updated: Wednesday, May 2, 2012, 19:04
ভারতীয় সেনাবাহিনীতে টাট্রা ট্রাক ঘুষকাণ্ডের তদন্তে নেমে এবার ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল তেজেন্দ্র সিং`কে জেরা করল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। এর আগে চেক প্রজাতন্ত্রের ট্রাক নির্মাতা কোম্পানি টাট্রা-র প্রধান অংশীদার, ব্রিটেনের সংস্থা, ভেকট্রা`র ভারতীয় বংশোদ্ভূত মালিক রবি ঋষি এবং টাট্রা ট্রাকের যন্ত্রাংশ ভারতে এনে সেগুলি জুড়ে ভারতীয় ফৌজে ট্রাক সরবরাহকারী রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা `ভারত আর্থ মুভার্স লিমিটেড` (বিইএমএল)-এর কর্ণধার ভি নটরাজনকে জেরা করা হয়েছে এই মামলায়।