হল্যান্ডকে উড়িয়ে দিল জার্মানি, Germany beats Holand

হল্যান্ডকে উড়িয়ে দিল জার্মানি

হল্যান্ডকে উড়িয়ে দিল জার্মানিহ্যামবুর্গে প্রীতি ম্যাচে হল্যান্ডকে তিন শুন্য গোলে উড়িয়ে দিল জার্মানি। একটি গোল করে এবং বাকি দুটি গোল করিয়ে এই ম্যাচের নায়ক মিরোস্লাভ ক্লোজে। খেলা শুরু হওয়ার কিছু পরেই ক্লোজের পাস থেকে প্রথম গোলটি করেন থমাস মুলার। তারপর ম্যাচে দ্বিতীয় এবং দেশের হয়ে তেষট্টিতম গোলটি করেন ক্লোজে। খেলার ছিষট্টি মিনিটে আবার ক্লোজের পাসকে কাজে লাগিয়ে তৃতীয় গোলটি করেন মেসুত ওজিল। উনিশশো ছিয়ানব্বইয়ের পর প্রথম বারের জন্য হল্যান্ডকে হারাল জার্মানি।

First Published: Wednesday, November 16, 2011, 22:57


comments powered by Disqus