Last Updated: September 29, 2011 22:04

ইউরোপের আর্থিক সঙ্কট মেটাতে আরও অর্থ দিতে রাজি হল জার্মানি। এবিষয়ে জার্মানির পার্লামেন্টে চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের প্রস্তাব গৃহীত হয়েছে। তাঁর নিজের দলের একাধিক সদস্য ইউরোপের জন্য সঙ্কটমোচন প্যাকেজে আপত্তি জানালেও, বিরোধীরা মার্কেলের পাশে দাঁড়িয়েছেন। তাঁদের দাবি, জার্মান চ্যান্সেলর নয়,তাঁরা ইউরোপের স্বার্থে ভোট দিয়েছেন। গ্রিস ,আয়ারল্যান্ড,ইতালির মতো একাধিক রাষ্ট্র
দেনার চাপে ধুঁকছে। সেই সঙ্কট গোটা ইউরোপেই ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে ৪৪ হাজার কোটি ইউরোর সঙ্কটমোচন তহবিল গড়ার উদ্যোগ নিয়েছে কয়েকটিধনী রাষ্ট্র । জার্মানি ওই তহবিলের জন্য অর্থবরাদ্দ বাড়াতে রাজি হয়েছে। পূর্ব প্রতিশ্রুত
১২ হাজার ৩০ কোটি ইউরোর বদলে ২১হাজার ১১ কোটি ইউরো দিতে চান অ্যাঞ্জেলা মার্কেল। আর্থিক সঙ্কটে জেরবার গ্রিস সরকার ইউরোপিয়ান ইউনিয়নের কাছে আরও ঋণ চেয়েছে। কিন্তু তার জন্য গ্রিসকে আরও আর্থিক সংস্কার শুরু করতে হবে। বর্তমান গ্রিস সরকারের সংস্কার কর্মসূচি কতটা সফল হয়েছে,তা খতিয়ে দেখতে এথেন্সে যাবেন ইউরোপিয়ান কমিশন,ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাঙ্ক এবং আইএমএফের প্রতিনিধিরা ।
First Published: Thursday, September 29, 2011, 22:04