মুর্শিদাবাদে প্রেমিকাকে ধর্ষণ করে পালাল প্রেমিকের বন্ধুরা

মুর্শিদাবাদে প্রেমিকাকে ধর্ষণ করে পালাল প্রেমিকের বন্ধুরা

মুর্শিদাবাদে প্রেমিকাকে ধর্ষণ করে পালাল প্রেমিকের বন্ধুরামুর্শিদাবাদে ফের গণধর্ষণের অভিযোগ। এবার বেলডাঙা থানা এলাকার একটি গ্রামে। শুক্রবার সন্ধ্যায় প্রেমিকের সঙ্গে গান শুনতে আসে ওই কিশোরী। অভিযোগ, সেইসময় পাশের একটি মাঠে তাকে ধর্ষণ করে সাত-আটজন যুবক। সেই সময়েই বিষয়টি নজরে আসে কর্তব্যরত পুলিস কর্মীদের।

যুবকদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। তাদের মধ্যে দুজনকে গ্রেফতার করে পুলিস। ধৃতদের জেরা করে শনিবার আরও তিনজনকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত যুবকেরা সকলেই কিশোরীর প্রেমিকের বন্ধু বলে অভিযোগ। বেলডাঙা থানায় আট জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কিশোরীর পরিবার। এখনও অধরা কিশোরীর প্রেমিক সহ তিন অভিযুক্ত।

First Published: Sunday, April 13, 2014, 10:41


comments powered by Disqus