Last Updated: February 13, 2013 11:56

ফের ইভটিজিংয়ের প্রতিবাদ করে আক্রান্ত হলেন এক কিশোরী এবং তাঁর বাবা। গতরাতে ঘটনাটি ঘটেছে পুরলিয়ার তেলকল পাড়ায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত বেশ কিছুদিন ধরে নবম শ্রেণির ওই ছাত্রীকে উত্যোক্ত করত বাবন বাউড়ি নামে স্থানীয় এক যুবক। গতরাতে কটুক্তির প্রতিবাদ করায় কিশোরীকে আক্রমণ করে বাবন বাউড়ি। ছুরি দিয়ে রীতিমতো কোপান হয় ছাত্রীকে। বাধা দিলে আক্রান্ত হন কিশোরীর বাবাও।
গুরুতর আহত অবস্থায় দুজনকেই দেবেন মাহাতো সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে কিশোরীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে স্থানান্তরিত করা হয় অন্য হাসপাতালে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুরুলিয়া থানার পুলিস। তবে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত বাবন বাউড়ির এখনও কোনও হদিশ মেলেনি বলেই পুলিস সূত্রে খবর।
First Published: Wednesday, February 13, 2013, 12:10