Last Updated: Wednesday, February 13, 2013, 11:56
ফের ইভটিজিংয়ের প্রতিবাদ করে আক্রান্ত হলেন এক কিশোরী এবং তাঁর বাবা। গতরাতে ঘটনাটি ঘটেছে পুরলিয়ার তেলকল পাড়ায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত বেশ কিছুদিন ধরে নবম শ্রেণির ওই ছাত্রীকে উত্যোক্ত করত বাবন বাউড়ি নামে স্থানীয় এক যুবক। গতরাতে কটুক্তির প্রতিবাদ করায় কিশোরীকে আক্রমণ করে বাবন বাউড়ি। ছুরি দিয়ে রীতিমতো কোপান হয় ছাত্রীকে। বাধা দিলে আক্রান্ত হন কিশোরীর বাবাও।