Last Updated: December 11, 2012 23:01

ফের হোটেলের ঘর থেকে উদ্ধার হল তরুণীর দেহ। নিউ মার্কেট এলাকার ৭ নম্বর লেনিন সরণির হোটেল থেকে উদ্ধার হয় দেহটি। পুলিসের প্রাথমিক অনুমান শ্বাসরোধ করে খুন করা হয়েছে এই তরুণীকে।
নিউ মার্কেট এলাকার একটি হোটেলের ঘর থেকে উদ্ধার হয় ওই তরুণীর দেহ। হোটেল সূত্রে খবর গতকালই ঘর ভাড়া নেন মেদিনীপুরের বাসিন্দা অনুসূয়া বেরা। আত্মীয় পরিচয় দিয়ে বাবুরাম মণ্ডল নামে এক ব্যক্তির সঙ্গে হোটেলের ৩০২ নম্বর ঘর ভাড়া নেন তিনি। মঙলবার সকাল থেকে দরজা না খোলায় সন্দেহ হয় হোটেলের কর্মচারীদের। এরপরেই খবর দেওয়া হয় পুলিসে। ঘরের দরজা ভেঙে বিছানা থেকে রক্তাক্ত দেহ উদ্ধার করে নিউমার্কেট থানার পুলিস। পুলিসের তরফে জানানো হয়েছে, শ্বাসরোধ করে খুন করা হয়েছে এই তরুণীকে।
First Published: Tuesday, December 11, 2012, 23:03