Last Updated: Tuesday, December 25, 2012, 21:30
কলকাতা মেতেছে বড় দিনে। নিউ মার্কেট থেকে শপিং মল, ভিক্টোরিয়া থেকে চিড়িয়াখানা, সর্বত্র উপচে পড়ছে ভিড়। হাঁটাহাঁটি, দরাদরিতে দর্শকেরা যখন ক্লান্ত, তখন তাঁদের মুড বদলাতে এগিয়ে আসছেন সান্টা ক্লজেরা। কলকাতার সান্টাদের আদিপুরুষ কে? এককথায় উত্তর, সেলিম দ্য জোকারওয়ালা। শহরের তাবত্ সান্টারা কুর্নিশ করেন তাঁকেই। পেটের দায়ে সেজেছিলেন সান্টা ক্লস। সেটা ১৯৯২। প্রথম আসরেই মাতিয়ে দিয়েছিলেন দর্শকদের। সেই শুরু। তারপর কখন নিজের অজান্তেই সেলিম আহমেদ হয়ে গেছেন সেলিম জোকারওয়ালা। সংসারে অভাব-অনটন যতই থাক, সেসব আড়াল করে উত্সবের মরশুমে মানুষজনকে নিখাদ মজা উপভোগ করানোই কাজ সেলিমের।