প্রেমের সম্পর্ক মেনে নিতে পারেনি গ্রামবাসী, মাতব্বরদের নির্দেশে তাই গণধর্ষণ কিশোরীকে, ঘটনায় গ্রেফতার

প্রেমের সম্পর্ক মেনে নিতে পারেনি গ্রামবাসী, মাতব্বরদের নির্দেশে তাই গণধর্ষণ কিশোরীকে, ঘটনায় গ্রেফতার ১১

প্রেমের সম্পর্ক মেনে নিতে পারেনি গ্রামবাসী, মাতব্বরদের নির্দেশে তাই গণধর্ষণ কিশোরীকে, ঘটনায় গ্রেফতার ১১গ্রামের মাতব্বরদের নির্দেশে বীরভূমের লাভপুরে আদিবাসী কিশোরীকে প্রকাশ্যে গণধর্ষণের অভিযোগ উঠল। গুরুতর অসুস্থ অবস্থায় সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে কিশোরীকে। বীরভূমের সুবলপুরের বাসিন্দা ওই কিশোরী।

সুবলপুরের পাশেই চদ্দাহা গ্রামের এক যুবকের সঙ্গে সম্পর্ক তৈরি হয় কিশোরীর। সম্পকর্কে সহজভাবে নিতে পারেনি গ্রামবাসীরা। এই ঘটনায় গ্রামের মাতব্বরদের ডাকে সভা বসে গ্রামে। কিশোরীর পরিবারের অভিযোগ, সভায় গ্রামের মুরুব্বিরা গণধর্ষণের শাস্তির নিদান দেয় কিশোরীর।

এরপর মঙ্গলবার রাতে জঙ্গল থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় কিশোরীকে। গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে লাভপুর স্বাস্থ্যকেন্দ্র পরে সিউড়ি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় কিশোরীকে। সিউড়ি থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করে কিশোরীর পরিবার। ঘটনায় ১১ জনকে গ্রেফতার করেছে পুলিস।

First Published: Wednesday, January 22, 2014, 22:35


comments powered by Disqus