Last Updated: Thursday, January 23, 2014, 23:47
লাভপুরকাণ্ডে আরও একবার প্রশ্নের মুখে পুলিসের ভূমিকা। এতবড় ঘটনার পরও ধৃতদের নিজেদের হেফাজতেই চায়নি পুলিস। চব্বিশ ঘণ্টায় সম্প্রচারিত হয় এই খবর। এরপরেই বীরভূমের পুলিস সুপারকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। চাপে পড়ে দিনের শেষে ধৃতদের নিজেদের হেফাজতে নিতে ফের উদ্যোগী হয় পুলিস।