উলুবেড়িয়ায় কিশোরী নিগ্রহের ঘটনায় গ্রেফতার এক, বাকিরা অধরা

উলুবেড়িয়ায় কিশোরী নিগ্রহের ঘটনায় গ্রেফতার এক, বাকিরা অধরা

উলুবেড়িয়ায় কিশোরী নিগ্রহের ঘটনায় গ্রেফতার এক, বাকিরা অধরাউলুবেড়িয়ায় কিশোরী নিগ্রহের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করলেও এখনও বাকিদের নাগাল পেল না পুলিস। ফেলে যাওয়া মোবাইলের সূত্র ধরে শুক্রবারই ওই যুবককে পুলিস গ্রেফতার করে।

বৃহস্পতিবার রাতে চন্দ্রকোনায় জলসা সেরে ফেরার পথে একটি ড্যান্স ট্রুপের সদস্যদের ওপর চড়াও হয় ছয় যুবক। অভিযোগ বাইকে তাড়া করে এসে উলুবেড়িয়ার কাছে দলে থাকা দুই কিশোরীর শ্লীলতাহানি করে ওই যুবকেরা। তাদেরই একজন গাড়ির মধ্যে মোবাইল ফোন ফেলে যায়। যার সূত্র ধরেই যুবককে গ্রেফতার করে পুলিস। অথচ তার পর একদিন কেটে গেলেও এখন বাকিদের হদিস পায়নি পুলিস।

First Published: Saturday, September 7, 2013, 21:31


comments powered by Disqus