Last Updated: Sunday, March 30, 2014, 22:18
উলুবেড়িয়ায় শাসকদলের বিরুদ্ধে নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ করল সিপিআইএম। ওড়ফুলি পঞ্চায়েত এলাকায় দেওয়াল লিখলে , ফেস্টুন টাঙালেই দেওয়া হচ্ছে হুমকি। সিপিআইএমের অভিযোগ, প্রশাসনিক মদতেই তৃণমূল এধরণের ত্রাসের পরিবেশ তৈরি করছে। তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে।