Last Updated: August 30, 2013 11:26

গোর্খাল্যান্ড ইস্যুতে পাহাড়ে আজ যৌথ মঞ্চের বৈঠক। সিংমারিতে গোর্খা জনমুক্তি মোর্চার পার্টি অফিসে এই বৈঠকে গোর্খাল্যান্ড জয়েন্ট অ্যাকশন কমিটির ৮টি দল অংশ নেবে। এই বৈঠকের পরই পাহাড় ইস্যুতে আন্দোলনের পরবর্তী রূপরেখা নির্দিষ্ট করবে মোর্চা।
এদিকে আজও সড়কে জনতা কর্মসূচি পালন করছে মোর্চার ছাত্র সংগঠন বিদ্যার্থী মোর্চার সদস্যরা। জনতা কর্মসূচি থেকে আপাতত পিছু হঠার প্রশ্নই নেই বলেই মোর্চা জানিয়ে দিয়েছে। গত কয়েকদিনের মতো আজও মোর্চার কর্মসূচির জেরে অচল রয়েছে পাহাড়।
First Published: Friday, August 30, 2013, 11:26