Last Updated: Friday, August 30, 2013, 11:26
গোর্খাল্যান্ড ইস্যুতে পাহাড়ে আজ যৌথ মঞ্চের বৈঠক। সিংমারিতে গোর্খা জনমুক্তি মোর্চার পার্টি অফিসে এই বৈঠকে গোর্খাল্যান্ড জয়েন্ট অ্যাকশন কমিটির ৮টি দল অংশ নেবে। এই বৈঠকের পরই পাহাড় ইস্যুতে আন্দোলনের পরবর্তী রূপরেখা নির্দিষ্ট করবে মোর্চা।