Last Updated: April 21, 2014 15:33

----------------------------------------------------------
দুর্ভাগ্যজনকভাবে মৃত্যু হল ফুটবলারের। গোল বাঁচাতে নেমে জীবনের লড়াই হার মানলেন গোলকিপার। বসন্তের পাতার মতো ঝড়ে গেল আরও এক জুনিয়রের। দুর্ঘটনাটি ঘটে পশ্চিম আফ্রিকার গ্যাবনে। এসি বঙ্গোভাইল বনাম মধ্য ম্ব্রি স্পোর্টিফ ম্যাচে।
বঙ্গোভাইল ফুটবল ক্লাবের গোলকিপারের সাইলভিয়ান আজউগুই (Sylvain Azougoui) দ্রুত ছুটে আসা বলকে গোল থেকে বাঁচায়। কিন্তু বিপক্ষের খেলোয়াড় ভারসাম্য হারিয়ে গোলরক্ষকের মাথায় আঘাত করে। মাথায় গুরুতর চোট লাগে। হাসপাতালে নিয়ে যাবার আগেই মৃত্যু হয়।
এসি বঙ্গোভাইলের পক্ষ থেকে মৃত্যুর খবর ছাড়া আর কোনও তথ্য জানা যায়নি। মৃত্যুর শোকবার্তায় ক্লাব কর্তৃপক্ষ জানায়, এই ঘটনায় তারা গভীর শোকাহত। ৩০ বছরের প্রতিভাবান সাইলভিয়ানের প্রতি গভীর শোক প্রকাশ করেন।
First Published: Monday, April 21, 2014, 15:37