Last Updated: Monday, April 21, 2014, 15:33
দুর্ভাগ্যজনকভাবে মৃত্যু হল ফুটবলারের। গোল বাঁচাতে নেমে জীবনের লড়াই হার মানলেন গোলকিপার। বসন্তের পাতার মতো ঝড়ে গেল আরও এক জুনিয়রের। দুর্ঘটনাটি ঘটে পশ্চিম আফ্রিকার গ্যাবনে। এসি বঙ্গোভাইল বনাম মধ্য ম্ব্রি স্পোর্টিফ ম্যাচে।