ব্যবসায়ীর পেট থেকে উদ্ধার ১২টি সোনার বিস্কুট

ব্যবসায়ীর পেট থেকে উদ্ধার ১২টি সোনার বিস্কুট

ব্যবসায়ীর পেট থেকে উদ্ধার ১২টি সোনার বিস্কুট পেটের মধ্যে ১২টি সোনার বিস্কুট ভরে পাচার করতে গিয়ে ধরা পড়ে গেলেন এক ব্যবসায়ী। সিঙ্গাপুর থেকে ভারত পাচার করা হচ্ছিল ওই বিস্কুটগুলো। সূত্রের খবর অনুযায়ী, চলতি মাসের শুরুর দিকে দিল্লির এক হাসপাতালে যান ওই ব্যক্তি।

জলের বোতলের ছিপি গিলে ফেলার কারণে পেটে ব্যাথা হচ্ছে বলে ভর্তি হন তিনি। কিন্তু অস্ত্রপচারের পর চিকিত্সকরা তাঁর পেট থেকে ১২টি সোনার বিস্কুট উদ্ধার করেন। এক পাউন্ড ওজনের ১২টি বিস্কুটের মূল্য ২৩ হাজার মার্কিন ডলার। যেই চিকিত্সক তাঁর অস্ত্রপচার করেন তিনি বলেছেন, "ওনার পেট থেকে সোনার বিস্কুট উদ্ধার হওয়ায় আমরা সত্যিই অবাক। তবে ওনার জীবন বাঁচাতে পেরে আমরা খুশি। আর দুদিন পেটের ভিতর থাকলেই প্রচুর রক্তক্ষরণ হয়ে সেপ্টিসেমিয়া হতে যেতে পারত। ওনার ডায়বেটিসও রয়েছে।"

হাসপাতাল সূত্রে খবর, ভারত পাচার করার জন্য সোনার বিস্কুটগুলো গিলে ফেলেছিলেন ৬৩ বছরের ওই ব্যক্তি।

First Published: Monday, April 21, 2014, 21:02


comments powered by Disqus